বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রেমে ব্যার্থ হওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০১৮ ইং
মেহেরপুরে প্রেমে ব্যার্থ হওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
বারাদী প্রতিনিধি: প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামে। গতকাল সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শাহান (১৭) নামের কলেজ পড়ুয়া এক যুবক। জানা যায়, কলাইডাঙ্গা গ্রামের বিকাশ ব্যবসায়ী ছমির উদ্দীনের বড় ছেলে এআরবি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র শাহানের সাথে একই গ্রামের হঠাৎপাড়ার মালেশিয়া প্রবাসী মহিবুলের মেয়ে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী লুনার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের মা প্রত্যাখ্যান করে এবং গত শুক্রবার গোপনে লুনার মুজিবনগর থানার যতারপুর গ্রামে বিয়ে দেয় তার পরিবার। এদিকে, লুনার বিয়ে হওয়ার পরও তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা চালায় শাহান। গত রবিবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে লুনার নানা বাড়ির লোকজন শাহানের পিতা ছমির উদ্দীনকে বাড়িতে ডেকে অপমান অপদস্তমূলক আচরণ করে। পিতাকে অপমান করায় পরিবারের লোকজন রাত্রে শাহানকে বকাবকি করে। এদিকে, প্রেমিকাকে হারানোর ব্যাথা অপরদিকে পিতাকে অপমান করার আঘাত সহ্য করতে না পেরে হতাশায় সকাল ১১টার দিকে সকলের চোখ এড়িয়ে নিজ ঘরের ফ্যানের সাথে মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহুতি দেয় শাহান। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আমঝুপির রুরাল নার্সিং হোমে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাশার জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরে আছর বাদ গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম