ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গুণীজন সংবর্ধনা পেলেন চুয়াডাঙ্গার কবি জাকারিয়া বরকত

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৮:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি জাকারিয়া বরকতকে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা আয়োজিত গুণীজন সংবর্ধনা ও প্রতিনিধি পরিচিত সভায় গতকাল রোববার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও অন্যান্য গুণীজন এবং বিশিষ্ট চিন্তাবিদেরা।
কবি জাকারিয়া বরকত ১৯৯৯ সালে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মৃগমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. মিলন হোসেন এবং মাতার নাম মোছা. লাভলী খাতুন। ২০১৮ সালে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে উথলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কবি পাখির মতো প্রবল আত্মবিশ্বাসে সাহিত্যের আকাশে ডানা মেলেছেন। আঁধারের গায়ে জোনাকির বেশে সন্ধ্যা শেষে জ্বলে উঠবেন এই প্রত্যাশায় কবির মনে দুইটি অভিলাষ-২০২০ এবং প্রিয়সী-২০২৪ সালে কবি সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কাব্য প্রতিভা সম্মাননা, গোলাম মোস্তফা সাহিত্য পদক, বঙ্গ কথা স্টার অ্যাওয়ার্ড, মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য পদক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য পদক, সাহিত্য রত্নসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গুণীজন সংবর্ধনা পেলেন চুয়াডাঙ্গার কবি জাকারিয়া বরকত

আপলোড টাইম : ০৮:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি জাকারিয়া বরকতকে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা আয়োজিত গুণীজন সংবর্ধনা ও প্রতিনিধি পরিচিত সভায় গতকাল রোববার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও অন্যান্য গুণীজন এবং বিশিষ্ট চিন্তাবিদেরা।
কবি জাকারিয়া বরকত ১৯৯৯ সালে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মৃগমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. মিলন হোসেন এবং মাতার নাম মোছা. লাভলী খাতুন। ২০১৮ সালে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে উথলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কবি পাখির মতো প্রবল আত্মবিশ্বাসে সাহিত্যের আকাশে ডানা মেলেছেন। আঁধারের গায়ে জোনাকির বেশে সন্ধ্যা শেষে জ্বলে উঠবেন এই প্রত্যাশায় কবির মনে দুইটি অভিলাষ-২০২০ এবং প্রিয়সী-২০২৪ সালে কবি সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কাব্য প্রতিভা সম্মাননা, গোলাম মোস্তফা সাহিত্য পদক, বঙ্গ কথা স্টার অ্যাওয়ার্ড, মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য পদক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য পদক, সাহিত্য রত্নসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।