ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে প্রবাসীর স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

ওষুধ কোম্পানিতে চাকরি ছেড়ে ছোট দুই মেয়ে, স্ত্রী ও বাবা-মাকে রেখে প্রবাসে গিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের খাজা মইনুদ্দিনের ছেলে ইব্রাহিম আশানুরূপ কাজ পাননি দাবি করে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছিলেন ইব্রাহিম স্ত্রী। তবে সেটি মিথ্যা দাবি করে গতকাল শনিবার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিপ্লব হোসেন ওয়াজের স্ত্রী মোছা. আরজিনা খাতুন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্বামী বিপ্লব সৌদি আরব প্রবাসী। একই গ্রামের পূর্ব পরিচিতি ইব্রাহিম সংসার চালানো অসম্ভব জানিয়ে বিদেশে যাওয়ার জন্য আমার স্বামীল নিকট ধরনা দিতো। পরে আমার স্বামী তাকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে সৌদে আরবে নিয়ে যায়। পরে সেখানে তাকে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। সেখানে তার মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্সসহ আকামার ব্যবস্থা করে দেয়। তবে সৌদি আরবে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ায় তার স্বামী থাকা খাওয়া বাবদ নগদ ৬০০ রিয়াল দেন। আর দেশের বাড়িতে তার ঋণ পরিশোধের জন্য ২০ হাজার টাকা ও দেশে পরিবারের বাজার খরচ বাবদ ১ হাজার ২০০ টাকা দেন। পরে তাকে চুক্তি অনুযায়ী ডেলিভারি কোম্পানিতে কাজ বুঝিয়ে দেন।
আরজিনা খাতুন আরও বলেন, এর মধ্যে আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ৩ মাসের ছুটিতে দেশে আসেন। এ সুযোগে ইব্রাহিম কোম্পানিতে কাজ না করে আমার স্বামীকে অহেতুক হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার মিথ্যা তথ্য দিয়ে জীবননগর থানায় অভিযোগ করে। সঙ্গে আমার স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এরপর জীবননগর থানায় বসে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত করে আপসনামা করা হয়। সেখানে উল্লেখ ছিল, দুই মাসের মধ্যে ইব্রাহিমকে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের ব্যবস্থা করতে হবে এবং তার খরচ বাবদ ৬০০ রিয়াল প্রদান করতে হবে। আর তার পরিবারের খরচাদি বাবদ ২০ হাজার টাকা প্রদান করতে হবে। সেই সাথে আমার স্বামী কাজ প্রদান করার পর ইব্রাহিমকে সৌদি আরবে না থাকতে চাইলে আমার স্বামী কোনো দায়িত্ব নেবে না। তিনিও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।

তবে ইব্রাহিম আমার স্বামীকে হেয়প্রতিপন্ন করার জন্য তার স্ত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। আরজিনা খাতুন বিষয়টি তদন্তের জন্য সাংবাদিকসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে প্রবাসীর স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ওষুধ কোম্পানিতে চাকরি ছেড়ে ছোট দুই মেয়ে, স্ত্রী ও বাবা-মাকে রেখে প্রবাসে গিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের খাজা মইনুদ্দিনের ছেলে ইব্রাহিম আশানুরূপ কাজ পাননি দাবি করে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছিলেন ইব্রাহিম স্ত্রী। তবে সেটি মিথ্যা দাবি করে গতকাল শনিবার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিপ্লব হোসেন ওয়াজের স্ত্রী মোছা. আরজিনা খাতুন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্বামী বিপ্লব সৌদি আরব প্রবাসী। একই গ্রামের পূর্ব পরিচিতি ইব্রাহিম সংসার চালানো অসম্ভব জানিয়ে বিদেশে যাওয়ার জন্য আমার স্বামীল নিকট ধরনা দিতো। পরে আমার স্বামী তাকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে সৌদে আরবে নিয়ে যায়। পরে সেখানে তাকে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। সেখানে তার মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্সসহ আকামার ব্যবস্থা করে দেয়। তবে সৌদি আরবে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ায় তার স্বামী থাকা খাওয়া বাবদ নগদ ৬০০ রিয়াল দেন। আর দেশের বাড়িতে তার ঋণ পরিশোধের জন্য ২০ হাজার টাকা ও দেশে পরিবারের বাজার খরচ বাবদ ১ হাজার ২০০ টাকা দেন। পরে তাকে চুক্তি অনুযায়ী ডেলিভারি কোম্পানিতে কাজ বুঝিয়ে দেন।
আরজিনা খাতুন আরও বলেন, এর মধ্যে আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ৩ মাসের ছুটিতে দেশে আসেন। এ সুযোগে ইব্রাহিম কোম্পানিতে কাজ না করে আমার স্বামীকে অহেতুক হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার মিথ্যা তথ্য দিয়ে জীবননগর থানায় অভিযোগ করে। সঙ্গে আমার স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এরপর জীবননগর থানায় বসে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত করে আপসনামা করা হয়। সেখানে উল্লেখ ছিল, দুই মাসের মধ্যে ইব্রাহিমকে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের ব্যবস্থা করতে হবে এবং তার খরচ বাবদ ৬০০ রিয়াল প্রদান করতে হবে। আর তার পরিবারের খরচাদি বাবদ ২০ হাজার টাকা প্রদান করতে হবে। সেই সাথে আমার স্বামী কাজ প্রদান করার পর ইব্রাহিমকে সৌদি আরবে না থাকতে চাইলে আমার স্বামী কোনো দায়িত্ব নেবে না। তিনিও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।

তবে ইব্রাহিম আমার স্বামীকে হেয়প্রতিপন্ন করার জন্য তার স্ত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। আরজিনা খাতুন বিষয়টি তদন্তের জন্য সাংবাদিকসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।