ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী আকবর আকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার। প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

প্রধান বক্তা বলেন, ‘আপনারা যারা রুট লেভেলে স্বাস্থ্য সেবা দিচ্ছেন, তাদের অবশ্যই সমাজে গুরুত্ব আছে। আপনাদের অন্তত ৩ মাস বা ৬ মাসে একবার ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। কারণ প্রতিনিয়ত রোগের ধরণ বদলাচ্ছে। সে ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আপডেট চিকিৎসা বিষয়ে জানতে হবে। আপনাদের একতা দেখে আমি অভিভূত হয়েছি। যে কোনো কাজে যদি আপনারা একত্রিত থাকেন, তাহলে আপনাদের যেমন নিজেদের মধ্যে সমঝোতা বাড়ে, তেমন সৌহার্দ্যও বাড়বে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম আহম্মেদ সোহেল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম ও সাংবাদিক প্রশান্ত বিশ্বাস।

পল্লী চিকিৎসক আবু জাফরের পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. শহিদুল ইসলাম, পল্লী চিকিৎসক মতিউর রহমান, পল্লী চিকিৎসক আসমান আলী প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এতে উপজেলা কমিটির সভাপতি পদে পল্লী চিকিৎসক জিনারুল ইসলামকে সভাপতি ও পল্লী চিকিৎসক আতিকুর রহমান বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:১৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আলমডাঙ্গায় বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী আকবর আকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার। প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

প্রধান বক্তা বলেন, ‘আপনারা যারা রুট লেভেলে স্বাস্থ্য সেবা দিচ্ছেন, তাদের অবশ্যই সমাজে গুরুত্ব আছে। আপনাদের অন্তত ৩ মাস বা ৬ মাসে একবার ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। কারণ প্রতিনিয়ত রোগের ধরণ বদলাচ্ছে। সে ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আপডেট চিকিৎসা বিষয়ে জানতে হবে। আপনাদের একতা দেখে আমি অভিভূত হয়েছি। যে কোনো কাজে যদি আপনারা একত্রিত থাকেন, তাহলে আপনাদের যেমন নিজেদের মধ্যে সমঝোতা বাড়ে, তেমন সৌহার্দ্যও বাড়বে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম আহম্মেদ সোহেল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম ও সাংবাদিক প্রশান্ত বিশ্বাস।

পল্লী চিকিৎসক আবু জাফরের পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. শহিদুল ইসলাম, পল্লী চিকিৎসক মতিউর রহমান, পল্লী চিকিৎসক আসমান আলী প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এতে উপজেলা কমিটির সভাপতি পদে পল্লী চিকিৎসক জিনারুল ইসলামকে সভাপতি ও পল্লী চিকিৎসক আতিকুর রহমান বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য কমিটি গঠন করা হয়।