ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশে ঝিনাইদহে প্রার্থিতা ফিরে পেলেন খোকা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থীর নাম যুক্ত হয়েছে। তিনি হলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা। গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের  শেষ দিনে সার্ভার জটিলতার কারণে অনলাইনে তার মনোনয়নপত্র জমা হয়নি। ফলে নির্বাচন কমিশনে খোকার নাম প্রার্থী তালিকায় স্থান পায়নি।

১৫ এপ্রিল অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন প্রার্থী তালিকায় তার নাম অর্ন্তভুক্তির জন্য। কিন্তু ইসির সাড়া না পেয়ে তিনি ১৯ এপ্রিল হাইকোর্টে আপিল করেন। ২০ এপ্রিল খোকার আপিলটি গ্রহণ করে শুনানি শেষে ২৩ এপ্রিল প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনিচুর রহমান খোকা জানান, তিনি হাইকোর্টের আদেশের কপি গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাছে দাখিল করে প্রতীক হিসেবে টেলিফোন মার্কা দাবি করেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মোখলেছুর রহমান মহামান্য হাইকোর্টের রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। অনুমোদন আসার পর তিনি ওই প্রার্থীকে প্রতীক বরাদ্দ করে বৈধ হিসেবে ঘোষণা দিবেন। তিনি আরও জানান, একই কারণে প্রার্থী হতে না পারা ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর হুসাইন নামে আরও একজন হাইকোর্টের নির্দেশে প্রার্থী হতে যাচ্ছেন। এ নিয়ে ঝিনাইদহ সদর হতে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। এর আগে ২২ এপ্রিল জামায়াত নেতা মো. হাবিবুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে চূড়ান্ত প্রার্থী দাঁড়ায় চারজন। এখন হাইকোর্টের নির্দেশে আনিচুর রহমান খোকা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো পাঁচে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দাঁড়াবে ৭ জনে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাইকোর্টের নির্দেশে ঝিনাইদহে প্রার্থিতা ফিরে পেলেন খোকা

আপলোড টাইম : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থীর নাম যুক্ত হয়েছে। তিনি হলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা। গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের  শেষ দিনে সার্ভার জটিলতার কারণে অনলাইনে তার মনোনয়নপত্র জমা হয়নি। ফলে নির্বাচন কমিশনে খোকার নাম প্রার্থী তালিকায় স্থান পায়নি।

১৫ এপ্রিল অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন প্রার্থী তালিকায় তার নাম অর্ন্তভুক্তির জন্য। কিন্তু ইসির সাড়া না পেয়ে তিনি ১৯ এপ্রিল হাইকোর্টে আপিল করেন। ২০ এপ্রিল খোকার আপিলটি গ্রহণ করে শুনানি শেষে ২৩ এপ্রিল প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনিচুর রহমান খোকা জানান, তিনি হাইকোর্টের আদেশের কপি গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাছে দাখিল করে প্রতীক হিসেবে টেলিফোন মার্কা দাবি করেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মোখলেছুর রহমান মহামান্য হাইকোর্টের রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। অনুমোদন আসার পর তিনি ওই প্রার্থীকে প্রতীক বরাদ্দ করে বৈধ হিসেবে ঘোষণা দিবেন। তিনি আরও জানান, একই কারণে প্রার্থী হতে না পারা ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর হুসাইন নামে আরও একজন হাইকোর্টের নির্দেশে প্রার্থী হতে যাচ্ছেন। এ নিয়ে ঝিনাইদহ সদর হতে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। এর আগে ২২ এপ্রিল জামায়াত নেতা মো. হাবিবুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে চূড়ান্ত প্রার্থী দাঁড়ায় চারজন। এখন হাইকোর্টের নির্দেশে আনিচুর রহমান খোকা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো পাঁচে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দাঁড়াবে ৭ জনে।