ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিন চেয়ে পাননি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে তাকেসহ ঐ মামলার চার আসামিকে ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে ঐ দিন পর্যন্ত সাজার রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল শুনানি মুলতুবি করেছে আদালত। ড. ইউনূস ছাড়াও জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে মামলার দণ্ডিত আসামি গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। আদালতে ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন।
ব্যারিস্টার মামুন বলেন, ড. ইউনূসকে হয়রানি করার জন্যই এসব মামলা করা হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কিন্তু জড়িতদের বিরুদ্ধে মামলা করেনি দুদক। একজন সাবেক আইজিপি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু কোনো পদক্ষেপ নেই দুদকের। তিনি বলেন, ড. ইউনূস স্থায়ী জামিন চেয়েছেন, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। অথচ গুরুতর অপরাধের মামলার আসামিও ছয় মাসের জামিন পেয়েছেন এমন নজির রয়েছে।
এদিকে জামিনের পর ড. ইউনূস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়, এই বছরে আমরা নিজেদের যেন নতুন করে আবিষ্কার করতে পারি, তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যত্ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, সব জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন।’ তিনি বলেন, ‘আমরা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি, কেউ যাতে নিরাপত্তাহীনতায় ও শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে ও আইনের শাসনের মধ্যে জীবন যাপন করি। আমরা এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যার যার মতো করে বিশেষ করে তরুণদের জীবনে যে স্বপ্ন আছে এবং আরো স্বপ্ন দেখবে।’ ড. ইউনূস বলেন, ‘আমার তো কিছু করার নেই, আদালতের আদেশ, তো হাজির হতেই হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস

আপলোড টাইম : ০৮:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিন চেয়ে পাননি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে তাকেসহ ঐ মামলার চার আসামিকে ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে ঐ দিন পর্যন্ত সাজার রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল শুনানি মুলতুবি করেছে আদালত। ড. ইউনূস ছাড়াও জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে মামলার দণ্ডিত আসামি গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। আদালতে ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন।
ব্যারিস্টার মামুন বলেন, ড. ইউনূসকে হয়রানি করার জন্যই এসব মামলা করা হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কিন্তু জড়িতদের বিরুদ্ধে মামলা করেনি দুদক। একজন সাবেক আইজিপি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু কোনো পদক্ষেপ নেই দুদকের। তিনি বলেন, ড. ইউনূস স্থায়ী জামিন চেয়েছেন, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। অথচ গুরুতর অপরাধের মামলার আসামিও ছয় মাসের জামিন পেয়েছেন এমন নজির রয়েছে।
এদিকে জামিনের পর ড. ইউনূস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়, এই বছরে আমরা নিজেদের যেন নতুন করে আবিষ্কার করতে পারি, তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যত্ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, সব জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন।’ তিনি বলেন, ‘আমরা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি, কেউ যাতে নিরাপত্তাহীনতায় ও শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে ও আইনের শাসনের মধ্যে জীবন যাপন করি। আমরা এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যার যার মতো করে বিশেষ করে তরুণদের জীবনে যে স্বপ্ন আছে এবং আরো স্বপ্ন দেখবে।’ ড. ইউনূস বলেন, ‘আমার তো কিছু করার নেই, আদালতের আদেশ, তো হাজির হতেই হবে।’