ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষকের ফলন্ত শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০২:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ৪৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের গাবতলা মাঠে কৃষক শাহান আলীর ফলন্ত শসা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কৃষক শাহান আলী নিজের শসাখেতে গেলে দেখতে পান শসাগাছগুলো কেউ কেটে দিয়েছে। কৃষক শাহান আলী বলেন, ‘আমি অত্যন্ত কষ্ট আর পরিশ্রম করে মাঠে শসাবীজ রোপন করি। যা তিল তিল করে সার পানি দিয়ে বড় করেছি। ধরা পেতেছে। কয়েক হাট বিক্রিও করেছি। দামও ভালো। এমতাবস্থায় গত পরশু দিন গ্রামেরই একটি ছেলে বেশ কিছু শসা ছিড়েছে। এসময় আমি দেখে তাকে দুটি চড় দিই। এসময় একজন মহিলা এলে তাকে বললে ছেলেটা কে নিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমার শসা গাছ কেটে দিয়েছে। ঘটনাটি স্থানীয় ওল্টু মেম্বারকে জানিয়েছি। তিনি দেখে দুঃখ প্রকাশ করেছেন।’

শিক্ষক আশাদুল জানান, ‘আমি শুনে দেখতে এসে অবাক হয়েছি। কারণ কৃষক কষ্ট করে ফসল ফলিয়ে নতুন স্বপ্ন দেখে। প্রতিহিংসার বলি হলো কৃষকের স্বপ্ন। এটি খুবই দুঃখজনক।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় কৃষকের ফলন্ত শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড টাইম : ০২:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের গাবতলা মাঠে কৃষক শাহান আলীর ফলন্ত শসা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কৃষক শাহান আলী নিজের শসাখেতে গেলে দেখতে পান শসাগাছগুলো কেউ কেটে দিয়েছে। কৃষক শাহান আলী বলেন, ‘আমি অত্যন্ত কষ্ট আর পরিশ্রম করে মাঠে শসাবীজ রোপন করি। যা তিল তিল করে সার পানি দিয়ে বড় করেছি। ধরা পেতেছে। কয়েক হাট বিক্রিও করেছি। দামও ভালো। এমতাবস্থায় গত পরশু দিন গ্রামেরই একটি ছেলে বেশ কিছু শসা ছিড়েছে। এসময় আমি দেখে তাকে দুটি চড় দিই। এসময় একজন মহিলা এলে তাকে বললে ছেলেটা কে নিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমার শসা গাছ কেটে দিয়েছে। ঘটনাটি স্থানীয় ওল্টু মেম্বারকে জানিয়েছি। তিনি দেখে দুঃখ প্রকাশ করেছেন।’

শিক্ষক আশাদুল জানান, ‘আমি শুনে দেখতে এসে অবাক হয়েছি। কারণ কৃষক কষ্ট করে ফসল ফলিয়ে নতুন স্বপ্ন দেখে। প্রতিহিংসার বলি হলো কৃষকের স্বপ্ন। এটি খুবই দুঃখজনক।’