ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গার পৃথক স্থানে লিফলেট বিতরণ করেছে পৌর ও উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে ৪টায় শহরের কেদারগঞ্জ মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে পৌর বিএনপি। একই সমেয় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ডিঙ্গেদহ বাজারে লিফলেট বিতরণ করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশে লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল ও জাসাসের নেতাক-র্মীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল করিম, সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হ্যাপি, পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়াদ্দার আলো, বিএনপি নেতা, বাবলুর রহমান প্রমুখ।

এছাড়াও সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণকারে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবুল, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক সাজিবার রহমান, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, বিনা ভোটের এই ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য দিন দিন আরও বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সরকার জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু কোনোকিছুর তোয়াক্কা না করে আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় বসে আছে। এসময় নেতা-কর্মীরা বর্তমান সরকার না যাওয়া পর্যন্ত সকলকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গার পৃথক স্থানে লিফলেট বিতরণ করেছে পৌর ও উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে ৪টায় শহরের কেদারগঞ্জ মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে পৌর বিএনপি। একই সমেয় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ডিঙ্গেদহ বাজারে লিফলেট বিতরণ করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশে লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল ও জাসাসের নেতাক-র্মীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল করিম, সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হ্যাপি, পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়াদ্দার আলো, বিএনপি নেতা, বাবলুর রহমান প্রমুখ।

এছাড়াও সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণকারে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবুল, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক সাজিবার রহমান, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, বিনা ভোটের এই ডামি সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য দিন দিন আরও বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সরকার জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু কোনোকিছুর তোয়াক্কা না করে আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় বসে আছে। এসময় নেতা-কর্মীরা বর্তমান সরকার না যাওয়া পর্যন্ত সকলকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।