ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

একাই কেন্দ্রে এসে ভোট দিলেন অশীতিপর বৃদ্ধা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

বৃদ্ধা আশালতা কর্মকার।

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা—১ আসনের আলমডাঙ্গা উপজেলায় কারও সহযোগিতা ছাড়ায় নিজের ভোট প্রদান করেছেন অশীতিপর বৃদ্ধা। সকাল সাড়ে ১০টায় বৃদ্ধা আশালতা কর্মকার (৮১) আলমডাঙ্গার খাসকররা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। আশালতা কর্মকার উপজেলার খাসকররা ইউনিয়নের কর্মকারপাড়ার স্বর্গীয় অবনী কর্মকারের স্ত্রী। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে নির্ধারিত স্থানে নিয়ে যান। পরে তাকে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার দেওয়া হয়। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলেন।

ভোটদিতে একাই এসেছিলেন বৃদ্ধা আশালতা কর্মকার, ভাঙা ভাঙা কণ্ঠে তিনি সময়ের সমীকরণকে বলেন, ‘আমার ভোট আমিই দিছি। পাশেই আমার বাড়ি। এখনও হাটতে পারি, চোখেও দেখি। ভির নেই, ভেটদিতে কোন সমস্যা হয়নি।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার টিপু সুলতান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে ২৪৫ জন ভোট প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতি কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

একাই কেন্দ্রে এসে ভোট দিলেন অশীতিপর বৃদ্ধা

আপলোড টাইম : ১১:৪০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা—১ আসনের আলমডাঙ্গা উপজেলায় কারও সহযোগিতা ছাড়ায় নিজের ভোট প্রদান করেছেন অশীতিপর বৃদ্ধা। সকাল সাড়ে ১০টায় বৃদ্ধা আশালতা কর্মকার (৮১) আলমডাঙ্গার খাসকররা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। আশালতা কর্মকার উপজেলার খাসকররা ইউনিয়নের কর্মকারপাড়ার স্বর্গীয় অবনী কর্মকারের স্ত্রী। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে নির্ধারিত স্থানে নিয়ে যান। পরে তাকে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার দেওয়া হয়। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলেন।

ভোটদিতে একাই এসেছিলেন বৃদ্ধা আশালতা কর্মকার, ভাঙা ভাঙা কণ্ঠে তিনি সময়ের সমীকরণকে বলেন, ‘আমার ভোট আমিই দিছি। পাশেই আমার বাড়ি। এখনও হাটতে পারি, চোখেও দেখি। ভির নেই, ভেটদিতে কোন সমস্যা হয়নি।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার টিপু সুলতান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে ২৪৫ জন ভোট প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতি কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।