ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের ৫৩ প্রাথীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৫৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
প্রতীক বরাদ্দ পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। গতকাল সোমবার দিনভর চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন। আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নির্ধারিত প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টার টাঙানো, মিছিল ও মাইকিং করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠিানিক প্রচার-প্রচারণা। চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রার্থীরা পোস্টার লিফলেট বিতরণ শুরু করেছেন।

৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা:
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ‘নৌকা প্রতীক’, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ‘ঈগল’, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’, এনপিপি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন ‘আম‘, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপ-কমিটির সদস্য রাজ্জাক খান পেয়েছেন ‘ফ্রিজ’ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম শহিদুর রহমান পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

৮০, চুয়াডাঙ্গা-২ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা:
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজী আলী আজগার টগর পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম ‘লাঙ্গল’, এনপিপির ইদ্রিস চৌধুরী পেয়েছেন ‘আম’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ পেয়েছেন ‘মশাল’, জাকের পার্টির আব্দুল লতিফ খান পেয়েছেন ‘গোলাপ ফুল’, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম পেয়েছেন ‘ঈগল’ ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা পেয়েছেন ‘ট্রাক’।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা নির্বাচন অফিসার প্রমুখ।
এদিকে, প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন চুয়াডাঙ্গার দুটি আসনের ১৩ জন প্রার্থী। নির্বাচনী আচরণ মেনে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন প্রার্থীরা। প্রথম দিনেই নির্ধারিত সময়ে মাইকিং শুরু করেছেন তাঁরা। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা শহরের সড়কে সড়কে প্রার্থীরা টাঙানো শুরু করেছেন পোস্টার।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮১টি। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
মেহেরপুর:
মেহেরপুর-১ ও ২ দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১৪ জন প্রার্থী। গতকাল সোমবার বেলা ১১টায় মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। মেহেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় ‘নৌকা’ প্রতীক পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ‘ট্রাক’, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন ‘ঈগল’, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ ‘লাঙ্গল’, জাতীয় পার্টির (জেপি) দলীয় প্রার্থী মওলাদ আলী খান ‘বাইসাইকেল’, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী তরিকুল ইসলাম লিটন ‘আম’ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী বাবুল জোম ‘ছড়ি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর ‘নৌকা’, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন ‘ট্রাক’, তৃণমূল বিএনপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি ‘সোনালী আঁশ’, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি কেতাব আলী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির)’র দলীয় প্রার্থী ও জেলা সভাপতি গোলাম রসুল ‘আম’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজামাল আমিরুল ‘ছড়ি’ ও বাংলাদেশ কংগ্রেস এর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ফারুক ‘ডাব’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহের চারটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চারটি আসনে মোট ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয় করা হয়। প্রতীক বরাদ্দের পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ১১ জন, ঝিনাইদহ-৩ আসনে ৪ জন ও ঝিনাইদহ-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহে ২৬ প্রার্থীর কে কোন প্রতীক পেলেন:
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী মনিয়া আফরিন ‘ফুলকপি’, জাতীয় পার্টির মনিকা আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার ‘সোনালী আঁশ’ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিচুর রহমান ‘আম’ প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ‘ঈগল’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল ‘ট্রাক’, জাতীয় পার্টির আব্দুর রহমান ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ‘ঈগল’, আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া, ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন ‘ট্রাক’, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ‘লাঙ্গল’, স্বতন্ত্র নজরুল ইসলাম ‘ঈগল’, ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ ‘সোনালী আঁশ’ প্রতীক বরাদ্দ পান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের ৫৩ প্রাথীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে

আপলোড টাইম : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
প্রতীক বরাদ্দ পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। গতকাল সোমবার দিনভর চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন। আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নির্ধারিত প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টার টাঙানো, মিছিল ও মাইকিং করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠিানিক প্রচার-প্রচারণা। চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রার্থীরা পোস্টার লিফলেট বিতরণ শুরু করেছেন।

৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা:
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ‘নৌকা প্রতীক’, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ‘ঈগল’, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’, এনপিপি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন ‘আম‘, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপ-কমিটির সদস্য রাজ্জাক খান পেয়েছেন ‘ফ্রিজ’ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম শহিদুর রহমান পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

৮০, চুয়াডাঙ্গা-২ আসনে প্রতীক বরাদ্দ পেলেন যাঁরা:
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজী আলী আজগার টগর পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম ‘লাঙ্গল’, এনপিপির ইদ্রিস চৌধুরী পেয়েছেন ‘আম’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ পেয়েছেন ‘মশাল’, জাকের পার্টির আব্দুল লতিফ খান পেয়েছেন ‘গোলাপ ফুল’, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম পেয়েছেন ‘ঈগল’ ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা পেয়েছেন ‘ট্রাক’।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা নির্বাচন অফিসার প্রমুখ।
এদিকে, প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন চুয়াডাঙ্গার দুটি আসনের ১৩ জন প্রার্থী। নির্বাচনী আচরণ মেনে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন প্রার্থীরা। প্রথম দিনেই নির্ধারিত সময়ে মাইকিং শুরু করেছেন তাঁরা। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা শহরের সড়কে সড়কে প্রার্থীরা টাঙানো শুরু করেছেন পোস্টার।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮১টি। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
মেহেরপুর:
মেহেরপুর-১ ও ২ দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১৪ জন প্রার্থী। গতকাল সোমবার বেলা ১১টায় মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। মেহেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় ‘নৌকা’ প্রতীক পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ‘ট্রাক’, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন ‘ঈগল’, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ ‘লাঙ্গল’, জাতীয় পার্টির (জেপি) দলীয় প্রার্থী মওলাদ আলী খান ‘বাইসাইকেল’, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী তরিকুল ইসলাম লিটন ‘আম’ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী বাবুল জোম ‘ছড়ি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর ‘নৌকা’, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন ‘ট্রাক’, তৃণমূল বিএনপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি ‘সোনালী আঁশ’, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি কেতাব আলী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির)’র দলীয় প্রার্থী ও জেলা সভাপতি গোলাম রসুল ‘আম’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজামাল আমিরুল ‘ছড়ি’ ও বাংলাদেশ কংগ্রেস এর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ফারুক ‘ডাব’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহের চারটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চারটি আসনে মোট ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয় করা হয়। প্রতীক বরাদ্দের পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ১১ জন, ঝিনাইদহ-৩ আসনে ৪ জন ও ঝিনাইদহ-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহে ২৬ প্রার্থীর কে কোন প্রতীক পেলেন:
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী মনিয়া আফরিন ‘ফুলকপি’, জাতীয় পার্টির মনিকা আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার ‘সোনালী আঁশ’ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিচুর রহমান ‘আম’ প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ‘ঈগল’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্দ পান।
ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল ‘ট্রাক’, জাতীয় পার্টির আব্দুর রহমান ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ‘ঈগল’, আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া, ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন ‘ট্রাক’, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ‘লাঙ্গল’, স্বতন্ত্র নজরুল ইসলাম ‘ঈগল’, ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ ‘সোনালী আঁশ’ প্রতীক বরাদ্দ পান।