ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘নকল’ অ্যাপ, অ্যাপলের বিরুদ্ধে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৫৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি প্রতিবেদন:

অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’Íএ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে। গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু। বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে। বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘নকল’ অ্যাপ, অ্যাপলের বিরুদ্ধে মামলা

আপলোড টাইম : ০৪:২১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

প্রযুক্তি প্রতিবেদন:

অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’Íএ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে। গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু। বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে। বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।