ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের মিশন ব্যর্থ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি প্রতিবেদন:

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট টেরান-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে তিনবারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হলেও অরবিটে পৌঁছাতে পারেনি রকেটটি। ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার ধাপ উৎরাতে পারেনি টেরান-১। তবে এই থ্রিডি প্রিন্টেড রকেট সফলভাবে অরবিটে পৌঁছোতে না পারলেও দমে যায়নি রকেটির নির্মাতা প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস। তারা জানিয়েছে, এই রকেটের সফলভাবে উৎক্ষেপণই একটি বড় জয়। কারণ এই রকেটের কাঠামোর জন্য নির্ধারিত সর্বোচ্চ ডায়নামিক প্রেশার বা চাপ সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। টেরান-১ রকেটের উচ্চতা ছিল একশ ১০ ফুট। এর নীচের অংশের প্রথম ধাপে কাজ করেছিল নয়টি ইঞ্জিন। আর দ্বিতীয় ধাপে একটি। এর ‘এওন’ নামের ইঞ্জিন থ্রিডি-প্রিন্ট করা। এ ছাড়া, দুই ধরনের জ্বালানি ব্যবস্থা থাকায় রকেটে ব্যবহৃত হয়েছিল অক্সিজেন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। সূত্র: সিএনএন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের মিশন ব্যর্থ!

আপলোড টাইম : ০৭:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

প্রযুক্তি প্রতিবেদন:

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট টেরান-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে তিনবারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হলেও অরবিটে পৌঁছাতে পারেনি রকেটটি। ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার ধাপ উৎরাতে পারেনি টেরান-১। তবে এই থ্রিডি প্রিন্টেড রকেট সফলভাবে অরবিটে পৌঁছোতে না পারলেও দমে যায়নি রকেটির নির্মাতা প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস। তারা জানিয়েছে, এই রকেটের সফলভাবে উৎক্ষেপণই একটি বড় জয়। কারণ এই রকেটের কাঠামোর জন্য নির্ধারিত সর্বোচ্চ ডায়নামিক প্রেশার বা চাপ সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। টেরান-১ রকেটের উচ্চতা ছিল একশ ১০ ফুট। এর নীচের অংশের প্রথম ধাপে কাজ করেছিল নয়টি ইঞ্জিন। আর দ্বিতীয় ধাপে একটি। এর ‘এওন’ নামের ইঞ্জিন থ্রিডি-প্রিন্ট করা। এ ছাড়া, দুই ধরনের জ্বালানি ব্যবস্থা থাকায় রকেটে ব্যবহৃত হয়েছিল অক্সিজেন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। সূত্র: সিএনএন