ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৫৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লিয়াকত আলী (৫৫) ও তার ছেলে আশারত আলী (২৫)। একই মামলায় এনামুল ও মিণ্টু নামের দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। লিটন, রুবেল ও লালচাঁদ নামের তিন আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কমার নন্দী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালের ১১ জুন দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে আসামি। এ ঘটনায় সাইফুলের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আকিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

আপলোড টাইম : ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লিয়াকত আলী (৫৫) ও তার ছেলে আশারত আলী (২৫)। একই মামলায় এনামুল ও মিণ্টু নামের দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। লিটন, রুবেল ও লালচাঁদ নামের তিন আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কমার নন্দী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালের ১১ জুন দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে আসামি। এ ঘটনায় সাইফুলের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আকিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।