রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল

‘নেতা-কর্মীদের ত্যাগ বৃথা যাবে না, ৩১ দফাই হবে সুশাসনের ভিত্তি’
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৫ ইং
হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল

চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী লড়াইয়ে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এখন সাংগঠনিকভাবে দুর্বল এলাকাগুলোতেও গণজাগরণ সৃষ্টি করছেন। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভা সেই দৃঢ়তারই প্রতিফলন ঘটালো। বিকেল চারটায় শুরু হওয়া এই সভায় স্থানীয় নেতা-কর্মীদের বাঁধভাঙা স্পৃহা প্রমাণ করে প্রতিকূলতার মাঝেও হারদীর মাটি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ শরীফুজ্জামান শরীফের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পথের দুই পাশে মানুষের ভিড়, স্লোগান ও প্রার্থীর প্রতি আবেগঘন সমর্থন এই বার্তাই দেয় যে, তৃণমূল নেতা-কর্মীরা যেকোনো মূল্যে বিজয় নিশ্চিত করতে প্রস্তুত।


পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ আবেগ এবং প্রতিজ্ঞার এক মিশ্রণ ফুটিয়ে তোলেন। তিনি ত্যাগী নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির কর্মসূচির মাধ্যমে জনগণের দুঃখ মোচনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আপনারা যারা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন- আপনাদের এই ত্যাগ কোনো দিন বৃথা যাবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই সংগ্রামের নেতৃত্ব দিতে আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের মুক্তির সংগ্রামে শামিল হতে।’


তিনি আরও বলেন, ‘আমরা জানি যে হারদী ইউনিয়ন বিএনপির ঘাটি এবং হারদী ইউনিয়ন থেকে বারবার এই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা হয়। ১৭ বছর আমরা ভোট দিতে পারিনাই ভোটের অধিকার ছিল না। এমনকি গণতন্ত্রও ছিল না। এই ১৭ বছর গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি। সেই আন্দোলন ও সংগ্রামের ভেতর দিয়ে আমাদের বহু নেতা-কর্মী বারবার জেল খেটেছে। অনেক নেতা-কর্মী মাসের পর মাস, বছরের পর বছর বাড়িঘর ছেড়ে দেশের বিভিন্ন শহরে পালিয়ে থেকেছে। আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে হতে হবে।


শরীফুজ্জামান বলেন, ‘আপনারা প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাইবেন অত্যন্ত বিনয়ী হয়ে। জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের বিএনপির এমপি ছিলেন শহিদুল ইসলাম বিশ্বাস, আমাদের বিএনপির এমপি ছিলেন শামসুজ্জামান দুদু, এমপি ছিলেন মিঞা মোহাম্মদ মনসুর আলী। তাদেরও সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলবেন- বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন আমাদের এলাকায় কী কী উন্নয়ন আমরা করতে পেরেছি, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আপনারা আবার আমাদেরকে নির্বাচিত করুন, সেই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করে উন্নয়নের দিকে গিয়ে যাব।’


এসময় শরীফুজ্জাান শরীফ উপস্থিত সাধারণ মানুষের মাঝে প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা আজ বাজারে যান, জিনিসপত্রের দাম শুনলে সাধারণ মানুষের চোখ ভিজে যায়। কেন এই অবস্থা? কারণ আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের অর্থনৈতিক মুক্তি এবং সুশাসন ফিরিয়ে আনার জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা কোনো রাজনৈতিক ইশতেহার নয়, এটা আপনাদের দুঃখ মোচনের একমাত্র গ্যারান্টি।’


তিনি আরও বলেন, ‘আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই- ধানের শীষে বিজয় মানে আপনাদের পকেটে টাকার নিরাপত্তা, আপনাদের সন্তানের জন্য চাকরির নিশ্চয়তা এবং আপনাদের জীবনের নিরাপত্তা। ৩১ দফায় আমরা গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন। কোনো ধরনের বিভেদ যেন আমাদের স্পর্শ না করে। ইনশাআল্লাহ, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।’


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মীর উজ্জ্বল হোসেন, সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, হারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সামুজ্জামান মিশা, নাইম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত, হারদী ইউনিয়ন বিএনপির নেতা সহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান