মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিয়ের দাওয়াতে যাওয়া হলো না মাহফুজুরের

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩
  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৫ ইং
বিয়ের দাওয়াতে যাওয়া হলো না মাহফুজুরের

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইক, পাখিভ্যান ও মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে খান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। 


নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজীপাড়ার ইউনূস আলীর ছেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একই এলাকার তুহিন আলী (২৪)। আহত অন্য দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদিকে, গতকাল বিকেলেই নিহত মাহফুজুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে এশার নামাজের পর জাহরাহাটি হাজিপাড়া পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ঠিক ১২টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসয় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, ইজিবাইক ও পাখিভ্যানে সজোরে ধাক্কা দিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীরে আঘাত হানে। 


নিহত মাহফুজের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, দর্শনায় একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন মাহফুজুর ও তুহিন। পথে বিজিবি হাসপাতালের সামনে তারা মোটরসাইকেল থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ খান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মাহফুজুরের মৃত্যু হয় এবং তুহিনসহ আরও কয়েকজন আহত হন। এদিকে, অবস্থার অবনতি হওয়ায় তুহিনকে উন্নত চিকিৎসার জন্য গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করা হয়েছে।’ 
     



কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর