শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে বিএনপি নেতা শরীফুজ্জামান

সবাই মিলে মহল্লা ও দেশের জন্য ভালো কাজ করতে হবে
  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে বিএনপি নেতা শরীফুজ্জামান

চুয়াডাঙ্গায় রাফেল স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জান শরীফ।


তিনি বলেন, ‘আগে ক্লাবগুলো সমাজের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো। ভালো ভালো কাজে ক্লাবের লোকজন সম্পৃক্ত থাকতো। তবে ইদানিং ক্লাবগুলোর কোনো উদ্যোগ চোখে পড়ে না। সবকিছু স্বৈরাচার আওয়ামী লীগ থামিয়ে রেখেছিল। ভালো কাজ তারা করতে দেয়নি। তবে আমাদের সকলে মিলেই ভালো কাজ করতে হবে। ভালো কাজে মন দিতে হবে।’


শরীফুজ্জামান আরও বলেন, ‘এই ক্লাবটি আমার ভাইয়ের নামে হলেও আমরা কিন্তু এর উদ্যোক্তা নই। আপনারা এটি করার পর আমাকে বলেছেন। আজকে এটির আড়ম্বর যাত্রা শুরু হলো। এই জেলাকে নিয়ে আমাদের ভাবতে হবে। ক্লাবটি নামমাত্র রাখলে হবে না, কাজ করতে হবে। আর আজকের অনুষ্ঠানে ক্লাবের বাইরেও আপনারা বক্তব্য রেখেছেন। এখানে অনেক গুণীজন অনেক ভালো ভালো কথা বলেছেন। এই মহল্লায় অনেক গুণীজনের বাস। সবাই মিলে মহল্লার জন্য, দেশের জন্য আমাদের করতে হবে। আপনারা যা বলেছেন, আমরা নোট রেখেছি। আমরা এ সংক্রান্ত একটি কমিটি করে দেব, যত দ্রুত সম্ভব এই কাজগুলো এগিয়ে নেয়ার চেষ্টা করব।’




‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে এ অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ এলাকার নানা বিষয় তুলে ধরেন বিএনপি নেতা মো. শরীফুজ্জামানের সামনে। অনুষ্ঠানে রংধনুর পরিচালক জনপ্রিয় শিক্ষক আবদুস সালাম, মুক্তিপাড়া নিবাসী আবু বক্কর, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মুক্তিপাড়ার সন্তান ডা. ফারুক হোসেন, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন, আকরাম হোসেন, খালিদ হোসেন, আসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, রিজভী আহমেদ, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সাইমুজ্জামান মিশা, মোরশেদ, রাশা, রোকোনুজ্জামান রোকন, মিলন, নাজিম উদ্দীন, আব্দুল ছালাম, মক্কি, উচ্ছাসসহ পুরাতন হাসপাতালপাড়া ও মুক্তিপাড়ার বাসিন্দা, গুণীজন, সুধীজন, শিক্ষক, সমাজকর্মী, খেলোয়াড়, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন টোটন, শাহনাজ, আহসান, সাইফুজ্জামান মিশা, বাবু, হাদিউজ্জামান, লোটন, সালাম স্যার ও বক্করা।


এর আগে ২৭টি দল নিয়ে রাফেল স্মৃতি সংঘের উদ্যোগে কেরাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রমিজ-আরাফাত জুটি। রানার্স আপ হয় রাহাত-লিখন জুটি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ। সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শুভেচ্ছা গ্রহণ করেন বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি রাফিতুল্লাহ মহলদার, কোষাধ্যক্ষ সেলিমুল হাবিব সেলিম, সদস্য রিণ্টু মহলদার, হামিদ উদ্দীন বাবু, হুসাইন মালিক, মাজেদুল আলম মেহেদী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩