বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় স্বর্ণ চোরাচালান মামলায় আরও এক নারী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৫ ইং
দর্শনায় স্বর্ণ চোরাচালান মামলায় আরও এক নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ এক নারী আটক হওয়ার ঘটনার সূত্র ধরে আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে দর্শনা থানার পুলিশ আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে পুতুল (৩১) নামের এক নারীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত কিতাব আলীর মেয়ে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর পারকৃষ্ণপুর গ্রামের ওয়াসিম আলীর মেয়ে আসমা বেগম (২৮) তিনটি স্বর্ণের বারসহ বিজিবির হাতে ধরা পড়েন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পরদিন (৩০ সেপ্টেম্বর) আসমা বেগমকে আদালতে প্রেরণ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে আসমা দর্শনা আনোয়ারপুরের পুতুলের নাম উল্লেখ করেন, যিনি এই চোরাচালানচক্রের সঙ্গে যুক্ত বলে জানান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘আসমার দেওয়া জবানবন্দীর ভিত্তিতে পুতুলকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ চোরাচালান মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্যদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৯টার দিকে পুতুলকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।’



কমেন্ট বক্স