শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‎বিশ্ব বসতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা

পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের আহ্বান
  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৫ ইং
‎বিশ্ব বসতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা

চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


তিনি বলেন, ‘শুধু কাঁথা-বালিশ আর ঘর থাকলেই বাসস্থান হয় না। পরিবেশ যদি এমন হয় যে ঘরের পাশে নালা, দূর্গন্ধ, মশা-মাছির উপদ্রব, সেটা তো সঠিক বাসস্থান হলো না। শুধু একটা ঘরই বাসস্থান না, পরিবেশ ও স্থানের সমন্বয়ে তৈরি হয় বাসস্থান। সরকার মাঝেমধ্যে একটা প্রকল্প নিয়ে আসে, আশ্রয়ন বা গুচ্ছ গ্রাম। তবে দেখা যায়- অনেক সময় এই প্রকল্পের আওতায় থাকা ঘরগুলো ফাঁকা থাকে, তার প্রধান কারণ হলো কর্মসংস্থান। প্রকল্পগুলো যেখানে করা হয়, তার আশেপাশে কর্মসংস্থান নেই বললেই চলে।’


তিনি আরও বলেন, ‘ঘর বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন নির্মাণকৃত ঘর ৪০ থেকে ৫০ বছর অবধি ব্যবহার করা যায়। আরেকটা বিষয়- সরকারি যে ভবনগুলো আছে, সেই ভবন কিন্তু আমরা নিজের বাসা-বাড়ির মতো যত্নে ব্যবহার করি না। তাই সরকারি ভবনগুলো তৈরির সময় অবশ্যই ভালো মানের জিনিস ব্যবহার করতে হবে।’


সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান এবং অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকগণ।



এদিকে, বিশ্ব বসতি দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তরিকুল ইসলাম। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম. রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম প্রমুখ।‎


‎ সভায় বক্তারা টেকসই বসতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিকল্পিত নগরায়ণ ও সুষম অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য। ‎এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি র‍্যালি জেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩