জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, রেলস্টেশনের মাত্র ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনা-চুয়াডাঙ্গা রুটে প্রায় ছয় ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রেন উথলী রেলস্টেশনে ক্রসিংয়ের জন্য প্রবেশ করে। সেখানে অপর একটি মালট্রেনের সঙ্গে ক্রসিং শেষে ট্রেনটি যখন লুপ লাইন থেকে মেইন লাইনে উঠছিল, ঠিক সেই সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ট্রেনটির গতি থেমে যায়। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টায় লাইনচ্যুত বগিটি রেখে ট্রেনের বাকি অংশ দর্শনা অভিমুখে রওনা দেয়।
উথলী রেলস্টেশন মাস্টার মিণ্টু কুমার রায় বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১১টা ১০ মিনিটে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে আটকে থাকা ‘সাগরদাঁড়ি’ ও ‘নকশীকাঁথা’ ট্রেন দুটি তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।’
এদিকে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এমন ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন নিয়মিত যাত্রীরা।