বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদার বাস্তপুরে মেশিনে ঘাস কাটতে গিয়ে বিপত্তি

বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

দামুড়হুদায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহাক গোয়ালার দুই ছেলে আক্তারুজ্জামান মুংলা (৫০) ও আলম হোসেন (৪০)।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আলম হোসেন বাড়ির পাশে ঘাস কাটার সময় বৈদ্যুতিক মেশিনে শর্টসার্কিট ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই আক্তারুজ্জামান মুংলা তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আক্তারুজ্জামানকে মৃত ঘোষণা করেন।


নিহত আক্তারুজ্জামানের ছেলে মো. সিজার জানান, ‘চাচা আলম গোয়ালা প্রথমে ঘাস কাটার সময় শকে পড়ে যান। বাবা দৌঁড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাবা মারা যান।'


হাউলি ইউনিয়নের সদস্য আব্দুল হান্নান বলেন, ‘সকালের দিকেও আমার বাড়ি ঘাস দিয়ে যায় আমার ভাইপো। আর বিকেলে মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার দুই ভাইপোর মৃত্যু হয়েছে। এমন মৃত্যু আর দেখা যায় না। মানার মতো নয়।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারিন মৌ বলেন, ‘বিকেল ৫টার দিকে একজন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তিনি আগেই মারা যান বলে নিশ্চিত হই। শুনেছি আরও একজন ঘটনাস্থলেই মারা গেছেন।’


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে খবর শুনে ঘটনাস্থলে যাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল