বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ বিতর্ক, সিভিল সার্জন বরাবর পরীক্ষার্থীর লিখিত অভিযোগ

শর্ত ভেঙে অন্য ওয়ার্ডের প্রার্থী নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ বিতর্ক, সিভিল সার্জন বরাবর পরীক্ষার্থীর লিখিত অভিযোগ

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা ঘিরে অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে বিতর্ক রয়েই গেছে। পরীক্ষার হলে অনুপস্থিত অনেক প্রার্থীর নাম লিখিত পরীক্ষায় উত্তীর্ণের তালিকায় থাকা, কেন্দ্র ও সিট প্লানের একাধিকবার পরিবর্তন, এবং এসএমএসে কেন্দ্রে পরিবর্তনের তথ্য জানিয়ে বিভ্রান্তি সৃষ্টি- সব মিলিয়ে পরীক্ষার  স্বচ্ছতা নিয়ে অনেকেই অভিযোগ তুলেছিল। গত ২৬ জুন নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের এক সপ্তাহ পর পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন ইকলাছ উদ্দীন নামের এক প্রার্থী। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগকারী ভুক্তভোগী প্রার্থী ইকলাছ উদ্দীন আলমডাঙ্গার হারদী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে। নিয়োগ পরীক্ষায় তার রোল নম্বর ২৪১৯১১০২১৮৭।




লিখিত অভিযোগে ইকলাছ উদ্দীন উল্লেখ করেন, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুসরণ না করে তার ওয়ার্ডের কোটা অন্য ওয়ার্ডের প্রার্থীকে দেওয়া হয়েছে। অভিযোগে ইকলাছ উদ্দীন জানান, তিনি আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৩ নম্বর (পুরাতন) ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার রোল নম্বর ২৪১৯১১০২১৮৭। যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করলেও একই ইউনিয়নের ১ নম্বর (পুরাতন) ওয়ার্ডের এক প্রার্থীকে (রোল ২৪১৯১১০৪৯১৩) ৩ নম্বর ওয়ার্ডে সুপারিশ করা হয়েছে। যা ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ৫ নম্বর শর্তের পরিপন্থী বলে দাবি তার।




ইকলাছ উদ্দীন বলেন, ‘আমি সঠিকভাবে আবেদন করেছি। আমার ওয়ার্ডে আসন থাকলেও অন্য ওয়ার্ডের একজনকে সেখানে সুপারিশ করা হয়েছে। এটা আমার প্রতি সরাসরি অবিচার।’ বিষয়টি নিয়ে তিনি চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক বরাবরও প্রেরণ করা হয়েছে।




এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্যসচিব ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বা তার কার্যালয়ের কোনো দায়িত্বশীলের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইখলাছ উদ্দীন।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল