চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছীতে বিএনপির কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বহালগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষ জানে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতার ভার কার কাধে দিয়ে পড়বে। পতিত স্বৈরাচার আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আমাদের অনুপ্রেরণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করতে। বিগত ১৬ বছর ধরে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতা-কর্মীরা গুম-খুন-হামলা-মামলার ভয় উপেক্ষা করে জনগণকে অন্ধকার মুক্তির আন্দোলন চালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যোগ্য ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় না আনা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ হয়ে শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘আমাদের এই কুশল বিনিময়ের লক্ষ্য কেবল মতবিনিময় নয়, এই মাধ্যমে আমরা সংগঠনের প্রতিটি স্তরকে একত্র করতে চাই। বিএনপির প্রতিটি ইউনিটকে সংগঠিত করে, জনগণকে সঙ্গে নিয়ে, আগামী নির্বাচনে গণমানুষের নেতা তারেক রহমানকে রাষ্ট্র পরিচালার দায়িত্বে আনতে আমরা রাজপথে অবিচল থাকব। তার হাতকে শক্তিশালী করতে চুয়াডাঙ্গার দুটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সাবেক সভাপতি অ্যাড. এম. শাহাজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু ও যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইমরুল হাসান মুকুল, সদর উপজেলা সহসভাপতি ইকরামুল হক ইকরা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহাবুব ও পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মীগণ।