বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিরবিদায় শিক্ষক-সাহিত্যিক শওকত আলী

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের শোক
  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
চিরবিদায় শিক্ষক-সাহিত্যিক শওকত আলী

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও সাহিত্যিক শওকত আলী মাস্টার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল রোববার ভোর ৪টার দিকেসদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর পূর্বপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মরহুম শওকত আলী মাস্টার ছিলেন একাধারে একজন গুণী শিক্ষক, মানবিক মানুষ এবং সাহিত্যপ্রেমী ব্যক্তি। তিনি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ছিলেন। শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও আদর্শের দৃষ্টান্ত স্থাপন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম সন্তান আলী মোহাম্মদ যুবায়ের চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার কাব লিডার। তিনি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নবীননগর পূর্বপাড়ার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত মানুষ, শিক্ষক, ছাত্র, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায় জানানো হয় এই ব্যক্তিকে।


বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষা পরিবার এবং সাহিত্য ও শিক্ষক সমাজ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। পরিবার ও স্বজনরা মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


এদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস শওকত আলীর মৃতুতে শোক জানিয়েছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবাারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাহিত্য পরিষদের উপদেষ্টা প্রফেসর সিদ্দিকুর রহমান, ড. আব্দুল মোহিত, হামিদুল হক মুন্সি, মুন্সি আবু সাঈফ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, সহসাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থসম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার। শোক বার্তায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ জানায়, একজন গুণীজনকে হারিয়েছে চুয়াডাঙ্গাবাসী। ভালো মনের মানুষ ছিলেন শওকত আলী। তিনি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ছিলেন।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল