বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় আ.লীগের বরখাস্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ইউপি প্রশাসক-সচিবকে দেখে নেওয়ার হুমকি
  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
শৈলকূপায় আ.লীগের বরখাস্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবকে হুমকি দিয়েছেন বরখাস্ত হওয়া এক চেয়ারম্যান। অভিযোগে বলা হয়েছে, গতকাল রোববার বেলা ১১টার দিকে দলবল নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি এ হুমকি দেন। অভিযুক্ত ওই ব্যক্তি হলেন কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহউদ্দীন জোয়ারদার মামুন।


ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলম জানান, মামুন দাবি করেছেন তার দুটি ঠিকাদারি বিল পাওনা রয়েছে। সেই বিল নিয়ে কথা বলতে এসে তিনি তীব্র ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। সচিবের দাবি, তিনি নতুন যোগ দিয়েছেন এবং বিল সম্পর্কে তার কোনো ধারণা নেই। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন বলেন, মামুন ইউনিয়নের উন্নয়ন কাজের কিছু কোটেশন বিল দাবি করেন। তবে ওই কাজ বাস্তবায়ন কমিটিতে থাকা ইউপি সদস্য শহিদুল ইসলাম ও সাহেব আলী এখনো বিলে স্বাক্ষর না করায় বিল ছাড় দেওয়া সম্ভব হয়নি।


এদিকে বিএনপির একটি সূত্র দাবি করেছে, সালাহউদ্দীন জোয়ারদার মামুন এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির প্রার্থী এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের ওপর হামলা চালিয়েছিলেন এবং তার পিঠে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছিলেন। তারা ধারণা করছে, সেই পুরনো ঘটনার সূত্র ধরেই বর্তমান বিল জটিলতা তৈরি হয়েছে।


অভিযোগের বিষয়ে সালাহউদ্দীন জোয়ারদার মামুন বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি বা গালিগালাজ করিনি। শুধু স্বাভাবিকভাবে আমার পাওনা বিলের খোঁজ নিতে অফিসে গিয়েছিলাম।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল