জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক আয়োজনে এ সংবাদ সম্মেলন করেন ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
ওয়ারিয়র্স অব জুলাই চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় শহরের পুরাতন হাপসাতালপাড়ায় একটি কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির সদস্যরা। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদানের দাবি জানিয়ে বক্তব্য দেন ওয়ারিয়র্স অব জুলাই জেলা শাখার আহ্বায়ক মাহফুজ হোসেন, মুখ্য সংগঠক সিরাজান মুনিরা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত জাহান খুশবু। বক্তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বিষয়ে বিপ্লবী সরকারের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এবং জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ না দেয়া হলে পরবর্তীতে আন্দোলন কর্মসূচির নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অব জুলাই জেলা শাখার সংগঠক সাগর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য জুবায়ের হোসেন, ওয়ারিয়র্স অব জুলাই যুগ্ম আহ্বায়ক ছালিমিন হোসেন, রাজু আহমেদ, সদস্যসচিব আলাউদ্দিন, মুখপাত্র সাখাওয়াত হোসেন, আবু মাসুদ, সদস্য আমিনুল হক, আসিফ আলী, মেহেতি ইফতি জয় প্রমুখ।
ঝিনাইদহ:
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা শাখার সদস্যসচিব রত্না খাতুন। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির, জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিকসহ অন্যরা।
বক্তব্যে বলা হয়, সরকার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যে ৩০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছিল, তার মধ্যে মাত্র তিন দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সরকারের কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জনগণের ন্যায্য প্রত্যাশা হিসেবেই দেখছে তারা। বক্তব্যে আরও বলা হয়, এ দাবিগুলো কোনো রাজনৈতিক সংগঠনের একক ইস্যু নয় বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার অংশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব সাইদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর মানুষ আশা করেছিল দেশে বড় পরিবর্তন আসবে। কিন্তু গণহত্যার বিচার, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ঘোষণাপত্র বাস্তবায়ন এখনও হয়নি। জাতীয় যুবশক্তির সংগঠক হুমায়ুন কবির বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবে অংশ নেওয়া সংগঠনগুলো আবার মাঠে নামবে।