বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সীমান্ত ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
জীবননগরে সীমান্ত ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় করতোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল ওয়াহেদ মিয়া। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. আসাদুজ্জামান, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. আতিয়ার রহমান, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক। সমাবেশে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান ঘিরে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল