বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পদধ্বনি-১৫৭৭তম আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পদধ্বনি-১৫৭৭তম আসর অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’র ১৫৭৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা সাহিত্য পরিষদের শহিদ আলাউল হলে (ইউনিয়ন পরিষদ অ্যাসেসিয়েশন হলে) এর আয়োজন করা হয়। সাপ্তাহিক সাহিত্য আসরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ সভাপতিত্ব করেন। মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় সভায় স্বরচিত লেখা পাঠ করেন হারুন-অর রশিদ, সহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, মিম্মা সুলতানা মিতা, গোলাম কবীর মুকুল ও মর্জিনা খাতুন। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. তৌহিদ হোসেন ও ইকবাল আতাহার তাজ।




কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল