বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

আলমডাঙ্গার গাংনী-আসমানখালী সাংগঠনিক থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জরুরি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় গাংনী অফিসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক ও অর্থ (বায়তুলমাল) পক্ষ পালনে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সংগঠনের দায়িত্বশীলদের করণীয় তুলে ধরেন। পাশাপাশি জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এছাড়াও, দায়িত্বশীলদের মাসিক ইয়ানত বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বলেন, ‘জেলার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক ও অর্থ পক্ষ সফল করতে সবাইকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।’


সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোকে, উপজেলা জামায়াতের আমির আব্বাস উদ্দিন, থানা নায়েবে আমির মাওলানা মনির উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, হুমায়ুন কবির, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা জহুরুল ইসলাম, শাহজাহান আলী, হাজী আব্দুস সালাম, ডা. নজরুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মুস্তাফিজুর রহমান, নিজাম উদ্দিনসহ থানা ও ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ।


অপরদিকে: জীবননগরে জামায়াতের কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও অর্থ (বায়তুলমাল) পক্ষ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন দায়িত্বশীল ও উপজেলার সকল বিভাগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাখাওয়াত এই সমাবেশের পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। প্রধান অতিথি প্রত্যেক সদস্যদের ব্যক্তিগত মান পর্যালোচনা করেন এবং প্রত্যেকের ইয়ানত বৃদ্ধি করে দেন ৫% হারে।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল