ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মাদক পাচার ও অবৈধ পারাপার রোধে টানা অভিযান পরিচালনা করছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত সোমবার ও গতকাল মঙ্গলবার দুদিন বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট এবং নারী-শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুলাম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সোমবার দিবাগতরাত ১২টার দিকে নিমতলা বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-৭৪/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে হালদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল। অভিযানে ৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরে গতকাল বেলা১১টার দিকে বেনীপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার-৬১/৪-এস থেকে ২০০ গজ অভ্যন্তরে পৃথক অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে ভারত গমনকালে ৩ জন নারী বাংলাদেশি নাগরিককে আটক করে টহল দল। এর আগে সোমবার বিকেল ৪টায় একই এলাকা থেকে আরও ২ জন নারী নাগরিককে একই অপরাধে আটক করেন হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবি দল। এর এ ঘণ্টার মধ্যে বাঘাডাঙ্গা বিওপি এলাকায় সীমান্ত পিলার-৬০/২৯-আর থেকে ৬০০ গজ ভেতরে কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে ১ জন পুরুষ ও ১ জন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ গোপালগঞ্জ জেলার সম্রাট হীরা (২৮)।
একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি সংলগ্ন নবার আলীর আমবাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে হাবিলদার রমজান আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র কাছে সীমান্ত পিলার-৬০/৪৭-আর সংলগ্ন কুমিল্লাপাড়া গ্রামের মাঠ থেকে ৩ নারী ও ১ শিশুকে ভারত গমনকালে আটক করে নায়েব সুবেদার আছাদুর রহমানের নেতৃত্বে টহল দল।
এছাড়ও, রাত ১০টার দিকে শ্যামকুড় বিওপি এলাকায় সীমান্ত মেইন পিলার-৬০/১১০-আর এর কাছে মাইলবাড়িয়া গ্রামের বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৩৯৬ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ইকবাল তালুকদার। মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুলাম জানান, জব্দকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।