বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন

প্রার্থীদের মনোনয়ন উত্তোলন ও জমা প্রদান
  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু মনোনয়নপত্র গ্রহণ করেন। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক পদে ওয়ালিউল আকরাম খান মনোনয়নপত্র জমা দেন।


এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আব্দুল বারী ও সহসভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুল এবং যুগ্ম-সম্পাদক (১) পদে ইমরানুল আহম্মদ ইমন ও যুগ্ম-সম্পাদক (২) পদে একলাছুর রহমান কাজল মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯ জন কার্যনির্বাহী সদস্য পদে আহম্মদ আলী, জুলফিকার আলী মুকুল, মইন উদ্দিন মইনুল, রফিকুল ইসলাম, আ স ম আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, আফজালুল হক ও কাজী শামসুল জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে অ্যাড. মো. বদিউজ্জামান ও অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ দায়িত্ব পালন করছেন।


চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ কর অর্থবছরের জন্য দায়িত্ব পালন করবেন। আগামী ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। আজ (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই , ২৩ জুন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৮ জুন ভোট গ্রহণের দিন নির্ধারণ আছে। তবে ১৫টি পদের বিপরীতে একের অধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত হতে যাচ্ছেন।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল