আর্চারির আকাশে নতুন সম্ভাবনার দিকে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মেয়ে মোছা. মনির আক্তার। জেলার আলমডাঙ্গা উপজেলার হায়দারপুর গ্রামের মেয়েটি বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণরত আছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় জুনিয়র আর্চারি প্রতিযোগিতায় মনির একাই জিতেছেন তিনটি স্বর্ণপদক। দেশের গণ্ডি পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।
২০২৫ সালের সিঙ্গাপুর এশিয়া কাপ এবং এশিয়া কাপ আর্চারি লিগ ২-এ বাংলাদেশ মহিলা আর্চারি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন মনির আক্তার। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
চুয়াডাঙ্গা আর্চারি একাডেমির কোচ ও কর্মকর্তারা জানান, মনির শুরু থেকেই প্রতিভাবান এবং পরিশ্রমী। তার এ সাফল্য জেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। মনির দেশ ও জাতির মুখ উজ্জ্বল করুক-এটাই তাদের স্বপ্ন।