বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টে ভিক্টোরিয়ান ভাইপার্স চ্যাম্পিয়ন

খেলাধুলা ছড়িয়ে দিতে হবে সমাজের সর্বস্তরে- শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টে ভিক্টোরিয়ান ভাইপার্স চ্যাম্পিয়ন

চুয়াডাঙ্গায় ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে এই জমকালো আয়োজনের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। প্রধান অতিথি প্ররস্কার বিকরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘স্মার্টফোন ও আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের যুবসমাজ আসক্তির দিকে ধাবিত হচ্ছে। এই প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করতে পারলেই যুবসমাজকে আমরা রক্ষা করতে পারবো। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক প্রশান্তিরও বড় মাধ্যম। তাই সমাজের প্রতিটি স্তরে খেলাধুলার চর্চা ছড়িয়ে দিতে হবে। খেলাধুলার প্রতি উৎসাহ সৃষ্টি করতে অভিভাবক, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।’


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শিপ্লব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী ও সদস্য শাহরুখ আহমেদ।


এদিকে, পাঁচটি দলকে পিছনে ফেলে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভিক্টোরিয়ান্স আর্মি ও ভিক্টোরিয়ান্স ভাইপার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ভিক্টোরিয়ান্স ভাইপার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন রাকা, সহঅধিনায়ক আকাশ। দলে আরও খেলেছেন অভিজিৎ, রাজিবুল, সনিধ, সাব্বির, ফাহিম, উদয়, এজাজ ও নাজিব। উল্লেখ্য, ঈদুল আজহার পরবর্তী এই ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি ব্যাচ।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল