বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৫ ইং
হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

আলমডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত হওয়ার এ সুযোগ যেন ফিরিয়ে এনেছে পুরোনো দিনের অসংখ্য স্মৃতি। ঈদ পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‍্যালি, গান, কবিতা, রেফেল ড্র, স্মৃতিচারণ ইত্যাদি।

আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক শরিয়ত উল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাজমুল হুদা নূর, ব্যবসয়ী জাহিদুর রহমান টিটু, ব্যবসায়ী সবুর উদ্দিন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী হাফিজুর রহমান, ডিজিএম আজাহার আলী, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, প্রভাষক তসলিম উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল