দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেছেন, দুর্নীতি মুক্ত দেশ চাই, জামায়াতে ইসলামীতে ভোট চাই। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বিষ্ণুপুর মাদ্রাসায় ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিরি আরও বলেন, আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে জামায়াত করতে আসিনি, তারা কোনো দুর্নীতি করবে না শুধু মাত্র আল্লাহর ভয়ে। জামায়াত কর্মীদের পকেট হচ্ছে আমাদের ব্যাংক। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে জামায়াত করতে এসেছি। আমরা রাজনীতি করি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। যে দেশ স্বাধীনতার পরিচয় রাখে না, যে দেশ জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের তাদের ত্যাগ স্বিকার করেনা সে দেশ ভালো থাকতে পারে না।
জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা ও সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইদুুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া।
এর আগে বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে মানবসেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে দামুড়হুদা মানবসেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি হাফেজ এনামুল হকের সভাপতিত্ব করেন।