সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়লেন যুবক

রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু
  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৫ ইং
চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়লেন যুবক

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে জখম মোহাম্মদ হুসাইন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে বেলা ২ টায় ফার্স ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন পাঁচ ফোকট নামক স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সে দামুড়হুদা থানাধীন কাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।


স্থানীয়রা তাকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও রেল পুলিশে খবর দেয়। 




পরিবার সূত্রে জানা গেছে, রোববার কুষ্টিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলো হুসাইন। সোমবার দুপুরে কুষ্টিয়া থেকে মহান্দা ট্রেনে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। দুপুরে তারা খবর পান হুসাইনের ট্রেন থেকে পড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পরে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন। 




বগুরার যাত্রী তৌসিফ হাসান নামের এক কিশোর জানায়, সে চলন্ত ট্রেনের ছাদে বসে ছিলো আর অজ্ঞাত ওই ট্রেনের ছাদে দাঁড়িয়ে ধুমপান করছিলেন। হঠাৎ একটি তার সামনে চলে আসলে সে মাথা নিচু করার আগেই তারে বেধে ট্রেনের ওপর প্রথমে আড়ছে পড়েন, এরপর ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়। 




পরে, তৌসিফ চুয়াডাঙ্গা রেল স্টেশনে ট্রেন তামলে সেখান থেকে ঘটনাস্থলে আসে। ততক্ষণে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার শুরু করে। 




চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, মাথায় গুরুতর জখম অবস্থায় রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জরুরি বিভাবে আনে। জানতে পেরেছি চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি জখম হন। তার মাথার হাড় ভেঙে গেছে। অবস্থা শঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।




চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগদীশ চঁন্দ্র বসু বলেন, দুপুর ২ টায় মহানন্দ লোকাল ট্রেনটি ফার্স ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন পাঁচ ফোকট নামক স্থানে পৌঁছালে ওই যাত্রী ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা চারটায় পরিবারের সদস্যা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে পথে তার মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু