সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ত্যাগের মহিমায় চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২৫ ইং
ত্যাগের মহিমায় চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন

ত্যাগ ও পবিত্রতার বার্তা নিয়ে চুয়াডাঙ্গায় উদ্যাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগম্ভীরতা ও আনন্দ—উৎসবের মধ্য দিয়ে জেলার বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শনিবার (৭ জুন) সকাল ৭টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম জামাত। নামাজে ইমামতি করেন কোর্ট জামে মসজিদে ইমাম মুফতি রুহুল আমিন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলার কৃতি সন্তান ও প্রবাসী ব্যবসায়ী সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ এক কাতারে দাড়িয়ে নামাজ আদায় করে সকল শ্রেণি-পেশার মানুষ। 

 

ঈদুল আজহায় চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছিলো জেলা প্রশাসন। এরমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তথা চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় ময়দান প্রাঙ্গণে (চাঁদমারী মাঠ) সকাল ৭টায় ও পৌর ঈদগাহ ময়দানেও ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আশপাশের এলাকায় নির্ধারিত ৩৩টি স্থানে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঈদের জামাত আয়োজন করা হয়।