চুয়াডাঙ্গার কুতুবপুরে ঋণের বোঝা সহ্য করতে না পেরে টুটুল হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে নিজ ঘরের রান্নাঘরে বৈদ্যুতিক লাইনের তার দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন টুটুল। তিনি ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে টুটুল স্থানীয় কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে তার ছোট ভাই পিকুল হোসেনকে সৌদি আরব পাঠান। তবে প্রবাসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছিলেন তিনি। এনজিওর কিস্তি এবং দেনাদারের চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন টুটুল। স্থানীয়রা ধারণা করছেন, চরম হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
টুটুলের এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।