আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। ঈদুল আজহায় চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তথা চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় ময়দান প্রাঙ্গণে (চাঁদমারী মাঠ) সকাল সাড়ে ৭টায় ও পৌর ঈদগাহ ময়দানেও ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত করতে সার্বিক কার্যক্রম ও বাস্তবায়নে থাকবে কেন্দীয় ঈদগাহ পরিচালনা কমিটি। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাত কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হতে পারে। পৌর ঈদগাহ ময়দানের দায়িত্বে থাকবে পৌর কর্তৃপক্ষ।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় সম্ভাব্য ৩৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায়, সদর উপজেলা মডেল মসজিদে সাড়ে ৭টায়, সদর উপজেলা পরিষদ চত্বর ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, কারাগার-সংলগ্ন ময়দানে সকাল সাড়ে ৭টায়, ভি জে হাইস্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি ও সিঅ্যান্ডবি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ ময়দানে সকাল ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, আদর্শ উচ্চবিদ্যালয় ময়দানে সকাল সাড়ে ৭টায়, সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদে সকাল ৮টায়,
চুয়াডাঙ্গা পৌর কলেজ-সংলগ্ন মাঠে সকাল ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়, বেলগাছী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, জি¦নতলা মল্লিকপাড়া জামে মসজিদে সাড়ে সাতটায়, পুরাতন গোরস্থানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, আল-হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদে ৮টা, নূরনগর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বুজরুক গড়গড়ি বনানীপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ সাতটা, ভিমরুল্লা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সাতগাড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, দিগড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালতলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা, বায়তুস শিফা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল ৮টা এবং মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।