আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাইফুল ইসলাম (বাইসাইকেল), ইসমাইল হোসেন (হাতুড়ি) ও মোতালেব হোসেন (টায়ার)। সহসভাপতি পদে ৩ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- হুমায়ুন কবীর (মাছ), কাজল আহম্মেদ আব্বাস (দেয়ালঘড়ি) ও মোশারেফ জোয়ার্দ্দার (হাতি)। সাধারণ সম্পাদক পদে ২ জন অংশ নিচ্ছেন। একজন আবু সাঈদ (ট্রাক) অপরজন মো. শাহাজাহান (আনারস)। যুগ্ম সম্পাদক পদে ২ জন লড়ছেন। এরা হলেন- আবু সাঈদ (রিকশা) ও ইকবাল হোসেন শিপন (দোয়াত-কলম)।
সহসম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আনারুল ইসলাম (মই) ও মো. আসলাম (ফুটবল)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ভোট করছেন। একজন ফিরোজ আলী (মোটরসাইকেল), অপরজন আব্দুল জলিল (গোলাপফুল)। প্রচার সম্পাদক পদে শুধুমাত্র সানোয়ার হোসেন (মাইক) প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে পার্থ প্রতিম শিকদার (মোবাইল) ও ফেরদৌস হোসেন (কলস) প্রতিদ্বনিদ্বতা করছেন।
কার্যকরি সদস্য পদে প্রার্থী সংকট থাকায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- শাহিন আলম (মোরগ), সাহেব আলী (হুইলরেঞ্জ), জীবন হোসেন (টুপি) ও নাজমুল হোসেন (টিউবওয়েল)। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন এবং কমিশনার সদস্য হাজী লিটন ও আব্দুল লতিফ। স্থানীয় শ্রমিকদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।