পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। ৪ জুন (মঙ্গলবার) থেকে ১৪ জুন পর্যন্ত এই ছুটি চলবে। দর্শনা রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে থেকে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ে পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারছেন না। ফলে ভারত থেকে দর্শনা রেলপথে কোনো মালামাল আমদানি হবে না।
তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী। তিনি বলেন, ‘রেলবন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ থাকায় যাত্রী সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছে। আগে ঈদের সময় যাত্রীদের ব্যাপক চাপ থাকত, এখন সে পরিস্থিতি নেই।’
দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী জানান, ‘সিঅ্যান্ডএফ এজেন্টদের সব অফিস ও কার্যক্রম ছুটির সময়ে বন্ধ থাকবে।’ স্থানীয়রা জানিয়েছেন, ছুটির কারণে পুরো রেলবন্দর এলাকায় এক ধরনের নীরবতা নেমে এসেছে। অন্য সময় ব্যস্ত এই বন্দরে এখন জনশূন্য চিত্র বিরাজ করছে।