চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর (বয়স আনুমানিক ৫০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, ‘রাত ৮টার দিকে আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় নারীটি গুরুতর আহত হন। রাত ৮টা ৫ মিনিটে আমরা খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার সময় তিনি জীবিত ছিলেন। তবে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই রাস্তার পাশে ঘোরাফেরা করতে দেখা যেত।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। ধারণা করছি, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই নারীর মৃত্যু হয়েছে। পিবিআই পরিচয় শনাক্তে কাজ করছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’