চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রউফুন্নাহার। গতকাল মঙ্গলবার সকালে কলেজ চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মারফুল ইসলাম ও শিক্ষক-কমিটির সদস্যরা। এদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর নির্দেশনা অনুযায়ী ০৩-১২-২০২৪ তারিখের অনুমতির ভিত্তিতে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি রউফুন্নাহার ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আছেন গোলাম কিবরিয়া, অভিভাবক সদস্য শাহিন চৌধুরী এবং সদস্য সচিব অধ্যক্ষ নিজেই।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটি কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যেই নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, রউফুন্নাহারের নেতৃত্বে কলেজের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষকরা।