নশ্বর পৃথিবী থেকে অনন্তলোকে যাত্রা করেছেন শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. আনোয়ারুল করীম। গত শনিবার ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অনন্য পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও সফল শিক্ষক, বাউল গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক ড. আনোয়ারুল করীম ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও জাপানের একাধিক বিশ^বিদ্যালয়ের ভিজিটিং স্কলার, নর্দান ইউনিভাসিটির উপ-উপাচার্য, কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের কোশাধ্যক্ষ, কুষ্টিয়া ও মেহেরপুরের তিনটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। একজন নিরহংকার ও সারল্যের অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আতিথ্য বরণও করেছেন। তাঁর প্রয়াণে চুয়াডাঙ্গার বিভিন্ন সংগঠনÑ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী ও উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের নেতৃবৃন্দ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং তাঁর পরিবারের সদস্যসহ গুণগ্রাহী স্বজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।