সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক ও গৃহবধূসহ তিন জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক ও গৃহবধূসহ তিন জনের মৃত্যু


চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে আলমসাধুর ধাক্কায় গুরুতর জখম হন পথচারী সিরাজুল ইসলাম (৪৫)। খবর পেয়ে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুল আলুকদিয়ার মৃত কিতাব আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আলুকদিয়া বাজারে এসেছিলেন সিরুজুল ইসলাম। বাজারের করার সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পায়ে হেঁটে পার হওয়ার সময় একটি আলমসাধু তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। 


সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুরে পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনার শিকার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে জরুরি বিভানে আনে। তবে হাসপাতালে নেয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অজ্ঞাত আলমসাধু চালকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিহত সজিবের ফাইল ছবি..............


এদিকে, আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব হোসেন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের যাদবপুর গ্রামের হাটবোয়ালিয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। যাদবপুর পুলের কাছে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে চারজনই ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিহত সজিব কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাত গ্রামের মৃত জানবার আলীর ছেলে। ছোটবেলায় মাকে হারানোর পর বাবাও মারা যান মালয়েশিয়ায়। তাকে লালন-পালন করেছেন চাচা ফাকের আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সজিব আমাদের ঘরেই মানুষ হয়েছে। নিজের ছেলের মতোই ওকে বড় করেছি। এইভাবে ও চলে যাবে, কিছুতেই মেনে নিতে পারছি না।’ আহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫), কাটাভাঙ্গার মানিক মিয়া (৩০) এবং ওসমানপুর গ্রামের আসিফ হোসেন (২০)।


প্রত্যক্ষদর্শী হাসান মল্লিক বলেন, ‘আমি আমার দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি একটি মোটরসাইকেল খুব জোরে শব্দ করে আলমডাঙ্গার দিকে ছুটছে। দোকানের লোকজনকে নিয়ে আলোচনা করতে করতেই প্রচণ্ড একটি শব্দ শুনি। ছুটে গিয়ে দেখি দুটি বাইক দুমড়ে-মুচড়ে পড়ে আছে, দুজন রাস্তার উপর, আর দুজন রাস্তার ধারে ঝোপের মধ্যে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ পরিবার সূত্রে জানা গেছে, সজিবের দাফন তাঁর গ্রামের বাড়ি মালিহাতে অনুষ্ঠিত হবে।


অপর দিকে, ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শাহিনা খাতুন (৫৫) নামের এক গৃহবধূ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনা খাতুন শৈলকুপা উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং একটি তামাক সেন্টারের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।


ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বড়গাবলা গ্রামের কাছে গোলাপ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসি মৃত্যুঞ্জয় আরও বলেন, ঘাতক পরিবহন শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু