সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ট্রাক ও ট্যাংকলরি ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ১১ জুন

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৫ ইং
দর্শনা ট্রাক ও ট্যাংকলরি ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ১১ জুন

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। এ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে বেশ উৎফুল্ল লক্ষ্য করা যাচ্ছে। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে প্রার্থিতা ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা।


ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা ফরম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানিয়েছে, দর্শনা থানার আওতাধীন দর্শনা পৌরসভা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত এ শাখায় মোট ভোটার সংখ্যা ২৭৫ জন। 


১৩ সদস্য বিশিষ্ট কমিটির জন্য সভাপতি পদে প্রার্থী ফরম সংগ্রহ করেছেন বর্তমান সভাপতি ইসরাইল হোসেন হাবু, সাবেক সভাপতি মোতালেব হোসেন ও সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল, সাজাহান আলী ও আবু সাঈদ। 


সহসভাপতি পদে মোশাররফ হোসেন টিটন, হুমায়ুন কবির ও আব্বাস আলী। যুগ্ম সম্পাদক পদে ইকবাল হোসেন ও আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হোসেন ফিরোজ ও আব্দুল জলিল। কোষাধ্যক্ষ পদে পার্থ প্রতিম শিকদার রবি ও ফৈরদৌস হোসেন মন্টু। প্রচার সম্পাদক পদে সানোয়ার হোসেন ও রমজান আলী। কার্যনির্বাহী সদস্য পদে শাহীন আলম রকি, কাজল ও আনারুল ইসলাম। তবে প্রার্থী সংখ্যা বাড়তে পারে। 


এদিকে আজ শুক্রবার প্রার্থীদের প্রার্থিতা ফরম জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল শনিবার প্রার্থীতা প্রত্যাহার ও ১ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে কয়েকজন প্রার্থী নিজেদের মধ্যে সমন্বয় করে প্রতীক ঠিক করে নিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আনোয়ার হোসেন আনু। সদস্যরা হলেন ফরহাদ শেখ, হাজি লিটন, মিজানুর রহমান ও আব্দুল লতিফ।।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু