সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকায় শহিদ প্রেসিডেন্ট জাতীয় রিংবল টুর্নামেন্ট

রানার আপ চুয়াডাঙ্গা রিংবল একাডেমি
  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
ঢাকায় শহিদ প্রেসিডেন্ট জাতীয় রিংবল টুর্নামেন্ট


শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় রিংবল প্রতিযোগিতা-২০২৫ এ চুয়াডাঙ্গা রিংবল একাডেমির মহিলা টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ঢাকার লালবাগের আলহাজ শহীদ আব্দুল আলিম রিংবল গ্রাউন্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। গতকাল শনিবার সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রিংবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইসহাক সরকার, যুবদল নেতা অ্যাড. মুহাম্মদ রাশেদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রিংবল একাডেমির সভাপতি সোহেল আহমেদ মালিক সুজন এবং বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও জাতীয় হকি খেলোয়াড় সুলতানুল আরেফিন পিয়াস।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিংবল অ্যাসোসিয়েশনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জিদান স্পোর্টসের স্বত্বাধিকারী লায়ন মোহাম্মদ শহিদুল্লাহ।


টুর্নামেন্টে দেশের ১২টি বাছাই করা দল অংশ নেয়। চুয়াডাঙ্গা মহিলা টিম শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে ১১টি জেলা দলকে পিছনে ফেলে ফাইনালে ওঠে। ফাইনালে ফিরোজ স্মৃতি সংসদের সঙ্গে তীব্র লড়াইয়ে ১-০ গোলে পরাজিত হয়ে রানার আপ হয় দলটি। দল রানার আপ হলেও চুয়াডাঙ্গার দলনেত্রী ফাতেমা ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন। পুরো টুর্নামেন্টে ৪টি স্কোর করে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন তিনি। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।


চুয়াডাঙ্গা মহিলা টিমের খেলোয়াড়রা ছিলেন- ফাতেমা (অধিনায়ক), মিনা, তোহা, মাইমুনা, রিক্তা, আয়শা, আজমিরা, লামিয়া, মুসলিমা ও বীথি। অফিসিয়াল দায়িত্বে ছিলেন খাজের আলী ও হাসান।


এদিকে, প্রথমবার আয়োজিত এই জাতীয় রিংবল প্রতিযোগিতায় সাফল্য অর্জনে খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা রিংবল একাডেমির সভাপতি সোহেল আহমেদ মালিক সুজন। এছাড়া জাতীয় পর্যায়ে সাফল্য এনে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করায় একাডেমির টিম কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা।



কমেন্ট বক্স