বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পুরাতন বাস্তুপুর ঐতিহ্যবাহী গাদি খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৪ ইং
দামুড়হুদার পুরাতন বাস্তুপুর ঐতিহ্যবাহী গাদি খেলা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে ঐতিহ্যবাহী গাদি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুরাতন বাস্তুপুর গাদি একাদশ ক্লাবের আয়োজনে এই খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। খেলার প্রথম দিন চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- কুষ্টিয়া কুমারখালী একাদশ, কুষ্টিয়া দৌলতপুর একাদশ, মেহেরপুর গাংনী একাদশ ও পুরাতন বাস্তুপুর একাদশ।
কুষ্টিয়া কুমারখালী একাদশ বনাম পুরাতন বাস্তুপুর একাদশ ও কুষ্টিয়া দৌলতপুর একাদশ বনাম মেহেরপুর গাংনি একাদশ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয়ে প্রথম রাউন্ডে কুষ্টিয়া দৌলতপুর একাদশ ও পুরাতন বাস্তুপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। গাদি খেলাটি পরিচালনা করেন আক্তারুজ্জামান লাভলু ও আবুল বাসার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম