বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর মহাসড়কের সদর উপজেলার আকুন্দবাড়িয়া বটতলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় পাওয়ারটিলার যাত্রী সুমন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন (১৬) সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আরজেন আলীর ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে সুমনসহ ৯জন পাওয়ারটিলারযোগে পাশ্ববর্তী মাঠে ধান কাটতে যাওয়ার পথে আকুন্দবাড়িয়া বটতলার পকেট রাস্তা থেকে পাওয়ারটিলারটি প্রধান সড়কে উঠার সময় দর্শনা থেকে জীবননগর অভিমুখে যাত্রীবাহী বাস কেজিএন ১১০০৫২ উক্তস্থানে পৌঁছালে পাওয়ারটিলারের সাথে ধাক্কা লাগে। এতে টলির সাথে ইঞ্জিন বিছিন্ন হয়ে চালক কালু মল্লিকের ছেলে রমজান ছিটকে রাস্তার সাইডে পড়ে। টলিতে বসে থাকা ৮জন আব্দুর রহমানের ছেলে শাহজামাল (৩৫) ও শাহাবুল, আরজেমের ছেলে সুমন (১৭), গহর নবীর ছেলে মাহাবুব ও রফিকুল, মস্তফার ছেলে ফিরোজ, মরজেমের ছেলে নজরুল। এরা সবাই আকন্দবাড়ীয়া স্কুল পাড়ার বাসিন্দা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যায়। গতকাল বাদ আছর গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম