আলমডাঙ্গা পারকুলা থেকে গাঁজাসহ আটক ৪
- আপলোড তারিখঃ ৩০-০৬-২০১৭ ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পারকুলা আবাসনে মাদক সেবনকালে গাঁজাসহ ৪ মাদক সেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার পারকুলা আবাসনের একটি ঘরে বসে কয়েকজন গাঁজা সেবন করছিলো। সংবাদ পেয়ে পারকুলা ক্যাম্প আইসি এসআই মোফাজ্জেল সঙ্গীয় ফোর্স নিয়ে আবাসনে অভিযান পরিচালনা করেন। অভিযানে পারকুলা আবাসেন আব্দুর রশিদের ছেলে নাসির, একই গ্রামের অলিমুদ্দেিনর ছেলে রাজীব (২৩), ইছাহক আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও মোনাকষা গ্রামের চাঁদ আলীর ছেলে সাইফুরকে (২৭) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার টাকার জট গাঁজা ও পুড়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স