কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর!
- আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গা থেকে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বিপত্তি
আলমডাঙ্গা অফিস:
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় পাখিভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের দুলাল মল্লিকের ছেলে কারিবুল ইসলাম (৪৫) ও খন্দকবাড়িয়া এলাকার লাল মোহাম্মদের ছেলে মুন্নাফ (৫০)। তারা পরস্পর বন্ধু বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আলমডাঙ্গা থেকে মাছ শিকার করে নিজ পাখিভ্যানে মিরপুরে ফিরছিলেন দুই বন্ধু কারিবুল ও মুন্নাফ। তারা ভাঙা বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালামাল-ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক মুন্নাফ ও কারিবুল ঘটনাস্থলেই মারা যান। মিরপুর থানার (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি।
কমেন্ট বক্স